স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংগসংগঠন যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্য়ালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও জেলা বিএনপির দলীয় কার্য়ালয়ে সামনে থেকে জেলা যুবদলের সভাপতি দেওয়ান মো: ফারুকের নেত্রীত্বে ও জেলা বিএনপির নেত্রীবৃন্দের অংশগ্রহনে একটি র্যালি বের হয়ে শহরের মুক্তির মোড় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
পরে শহিদ মিনার চত্ত্বরে জেলা যুবদলের সভাপতি দেওয়ান মো: ফারুকের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক টিপু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মিনহাজুল ইসলাম সহ আরও অনেকে।
আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি দেওয়ান মো: ফারুক আলোচনা সভার সমাপনি বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নানা অনিয়মের কারনে দ্রব্যমূল্য আজ উর্দ্ধমূখি, জনগনের সহনশীলতার বাইরে, প্রতিনিয়ত লোডসেডিংয়ে জনদুর্ভোগ বেড়েই চলেছে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। র্যালি ও আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মামুনুর রশিদ রিপন সহ আরও অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন