স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁর দুবলহাটী ইউনিয়ন পরিষদের পূর্বপাশের হাসপাতালের মোড় হতে হাড়িয়াগাছী গামি রাস্তার বেহাল দশায় দুই গ্রামের দুই থেকে আড়াই হাজার মানুষ চরম দুর্ভোগে চলাচল করছে। যেখানে একটু বৃষ্টি হলেই রাস্তাটি পরিনত হয় কাদার সমুদ্রে, নিত্যই ঘটছে দুর্ঘটনা, যে কোন যান বাহন তো দুরের কথা পায়ে হেঁটে মানুষ চলাচলই করাই যেখানে দুরুহ হয়ে পরছে সেখানে বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই গ্রমের দুই থেকে আড়াই হাজার মানুষ। স্থানীয় ইউপি সদস্য মো: উজ্জল হোসেন মাটিকেটে রাস্তা সংস্কার করলেও কাদার দুর্ভোগ থেকে যেন রেহায় নেই। স্থানীয় লোকজন তাই সদর উপজেলা চেয়ারম্যানকে এ রাস্তার বেহাল দশা ও জনদুর্ভোগের কথা জানালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক তাৎক্ষনিকভাবে রাতেই রাস্তা পরিদর্শনে গিয়ে খুব দ্রুত রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় ইউপি সদস্য মো: উজ্জল হোসেন বলেন, আমি এই গ্রামেরই মানুষ রাস্তাটি বৃষ্টি হলেই হাটু পরিমান কাদায় ডুবে থাকে আমি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি তিনি দ্রুত রাস্তাটি পাকা করে দিতে চেয়েছেন।
সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, আমার কাছে রাস্তটির বিষয়ে এলাকার মানুষ বলেছেন আমি দেখি রাস্তাটি এলজিইডির আওতায় কিনা যদি এলজিইডির আওতায় হয় তবে আমি দ্রুত কাজের চেষ্টা করবো আর যদি এলজিইডির আওতায় না হয় তবে আমি আমার উপজেলা পরিষদের মাধ্যমে খুব দ্রুত রাস্তাটি করে দিব।
একটি মন্তব্য পোস্ট করুন
As soon as your account is created, you'll then ready to|be succesful of|have the power to} log in and begin to play. When you enter any of the 카지노 사이트 reside casino games you may be} welcomed by a friendly vendor, and as soon as all players have taken their seats, the sport will begin. All of the reside casino games at Mr Green are played utilizing a conventional setup similar to on the majority of land-based casinos. Live game reveals offer all the excitement of taking part in} on-line slots with awesome bonus features in an invigorating live-studio ambiance. If desk games are a little boring and on-line slots are a little too static on your preferences, you’ll undoubtedly enjoy taking part in} reside game reveals.