আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে সদর মডেল থানা চত্বরে প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক । এসময় সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরন করেন এবং শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশের কার্যক্রম তুলে ধরেন।
এই সময় সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রকিবুল হাসান ইবনে রহমান, সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান, ইনসপেক্টর অপারেশন আব্দুল গফুর, ওসি তদন্ত রাজিবুল হাসান, এস আই নাজমুল জান্নাত শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন