দেশে দুর্ভিক্ষ এসে গেছে- রিজভী
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভি বলেন, শেখ হাসিনা, আপনি মসনদে বসে আছেন। সেটা টের পান না। দুর্ভিক্ষ আসবে না, দেশে দুর্ভিক্ষ এসে গেছে। দুর্ভিক্ষ এখন দরজায় কড়া নাড়ছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
উপজেলা বিএনপির আয়োজনে বদলগাছী স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন জানি না, তবে সেই শিক্ষাপ্রতিষ্ঠানটি হচ্ছে মিথ্যা কথা কীভাবে বলতে হয় সেই প্রতিষ্ঠান। এখন সেই প্রতিষ্ঠানে আপনি ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আর সেই প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শেখ হাসিনা। আপনারা মিথ্যা কথা না বলে সত্য কথা বলেন যাতে মানুষ স্বস্তি পায়।’
তিনি আরও বলেন, নির্বাচন হয় দিনের আলোতে। কিন্তু প্রধানমন্ত্রী জনগণের দুর্বার আন্দোলন ও শক্তিতে ভয় পান বলেই দিনের ভোট রাতে করেছেন। ভালো মানুষ হতে হলে সত্য কথা বলতে হবে। মানুষের উন্নয়ন করতে হবে। আপনি (প্রধানমন্ত্রী) ভালো মানুষ সাজার চেষ্টা করছেন। কিন্তু হতে পারবেন না। ভালো মানুষ হতে গেলে সত্য বলতে হয়। জনগণের কল্যাণ করতে হয়।
বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটি সদস্য আব্দুল মতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ইথুন বাবু, জাহিদুল আলম, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি পৌরমেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু প্রমুখ।
সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারাসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।