স্টাফ রিপোটার, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে দেশে আগুন জালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তিনি তারেককে উদ্দেশ্য করে বলেন, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। দেশছেড়ে পালিয়ে না থেকে দেশে এসে রাজনীতির আহবান জানান মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে আর কখনো তত্বাবাধয়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশনার।
আজ শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগেরসহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
একটি মন্তব্য পোস্ট করুন