আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে নওগাঁ মূক বধির কল্যাণ কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগীতায় র্যালী ও মানববন্ধন পালন করা হয়। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওযোয়ান মাঠের সামনে এই মানববন্ধন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. ডিএম আব্দুল বারী।
বধির সংঘের উদ্যোগে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। ‘সাংকেতিক ভাষা আমাদের একত্রিত করুক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও ‘সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় তৈরি করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯-২৫ থেকে বধির সপ্তাহ উদযাপন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন