স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁর প্রাচীন বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ময়নুল হাসান রানাকে দ্বিতীয় বারের মতো সভাপতি করে কমিটি গঠন করা হয়।
ময়নুল হাসান রানা জন্মগতভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা ছিলেন নওগাঁর দুবলহাটী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি দ্বীর্ঘদিন ধরে এ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। পূর্বেও তিনি এলাকায় শিক্ষার মানউন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
নওগাঁর প্রাচীন বিদ্যাপিঠ দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় ১৮৬৪ সালে নওগাঁর পশ্চিম অঞ্চলের তৎকালিন শিক্ষানুরাগী জমিদার রাজা হরনাথ রায় চৌধুরি প্রতিষ্ঠা করেন। পরে তা রাজা হরনাথ এর নামে নামকরন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি জেলায় শুনামের সাথে শিক্ষা বিস্তার করে শিক্ষিত জনগুষ্ঠি তৈরিতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বিদ্যলয়ে বর্তমান প্রায় ১২ শত ছাত্র-ছাত্রী ও ২ জন খন্ডকালীন শিক্ষকসহ ৩২ জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল জলিল, মোহা: তছলিম উদ্দীন সরদার, আব্দুরে রাজ্জাক, গোলাপ হোসেন, মহিলা সদস্য সালমা খাতুন, দাতা সদস্য মো: হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো: আবুল কালাম আজাদ, মো: আব্দুল জলিল, শুকলা রানী সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন