স্টাফ রিপোটার, নওগাঁ : লাল-হলুদ আর লাল পেড়ে সাদা শাড়ি, খোপায় বাহারি ফুল ! ঢোল আর মাদলের তালে নাচে-গানে নওগাঁর মহাদেবপুর নাটশাল মাঠে উদযাপিত হচ্ছে নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী ক্যারম উৎসব।
শনিবার বিকেল থেকে এই উৎসবের শুরু হয় চলবে আজ সন্ধা পর্যন্ত।
সমতল ভূমির ওড়াও, মুন্ডা, সাঁওতাল, মাহাতো, হাড়িসহ বিভিন্ন জাতিসত্ত্বার সবচেয়ে বড় পার্বন ক্যারম উৎসবে বর্ণিল সাজ আর তাদের নিজস্ব সংস্কৃতির নাচ-গানে নিজেদের ঐতিহ্য তুলে ধরে জেলার ২৫টি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল।
শনিবার বিকেল থেকেই বিভিন্ন স্থান থেকে নেচে গেয়ে আসতে শুরু করেন বিভিন্ন সম্প্রদায়ের দলবদ্ধ নারী-পুরুষ। নিজ ভাষার গান আর নাচের ছন্দে অংশ নেন তরুণ-তরুণী ও যুবক-যুবতীরা।
ভাদ্রের রোদ উপেক্ষা করে বৈচিত্রময় এ উৎসবটি দেখতে হাজির হয় নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। এর আগে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বী বকু ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন