স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হয়েছে। বুধবার (০৯ আগস্ট) সকাল ১২টায় জেলার মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ব্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহাদেবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু।
আলোচকা সভায় আমিন কুজুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর আদিবাসী উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক দীপংকর লাকড়া, সুশাসনের জুন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক এ. কে সাজু, সাংবাদিক আজাদ হোসেন মুরাদ, গৌতম কুমার, আদিবাসী নেতা নন্দলাল উড়াও, রুমি রিঙ্জ, উপচান লাকড়া।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলায় বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠির মানুষ অংশ নেন। পরে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তারা। স্থানীয় আদিবাসী উন্নয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
একটি মন্তব্য পোস্ট করুন