স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার আত্রাই নদীর শিবগঞ্জের ঘাট এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত আপন উপজেলার সুলতানপুর গ্রামের শ্রী পলাশের ছেলে।
নিহত কিশোরের বাবা পলাশ জানান, সকালে পলাশ প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে শিবগঞ্জের ঘাটে আসে। প্রাইভেট পড়া শেষে বন্ধুদের সাথে ফুটবল খেলে নদীতে গোসল করতে নামে আপন। গোসলের এক পর্যায়ে নিখোঁজ হয় সে। এরপর তার নিখোঁজের বিষয়টি স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা।
মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মী সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন