নওগাঁয় ২২০০ লিটার চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ২২০০ লিটার চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় ২২০০ লিটার চোলাই মদসহ মো. আব্দুস সামাদ (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আজ রবিবার (০৭ আগস্ট ২০২২ ইং) সকাল ৯ টায় র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নওগাঁর বদলগাছী থানার ২নং পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর পশ্চিমে অবস্থিত বদলগাছী টু জয়পুরহাট গামী পাকা রাস্তার উপর থেকে মো. আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। তিনি তেজাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

র‌্যাব-৫, ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক স¤্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget