অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ১৯১৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়েছিলেন শশীভূষণ চক্রবর্ত্তী। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন হয়েছে, নতুন নতুন ভবন নির্মিত হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
মেয়র আরো বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে শশীভূষণ চক্রবর্ত্তীর নামে মেধা শিক্ষাবৃত্তি প্রদানের মহতি উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। স্বাগত বক্তব্য দেন বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন। উক্ত অনুষ্ঠানে পিএসপি‘তে ২১জন, জেএসসি‘তে ৬ জন, এসএসসি‘তে ৭ ও এইচএসসি‘তে ৩জন মোট ৩৭ শিক্ষার্থীকে মেধা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন