ষ্টাফ রিপোর্টার, নওগাঁ : শনিবার দুপুরে নওগাঁর প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার হলরুমে কেক কেটে বিএমএসএফ এর ১০ম জন্মদিন পালন করা হয়।
বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একটি সাংবাদিক বান্ধব সংগঠন। এই সংগঠন সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে। এবং তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার কোন সাংবাদিক যদি তথ্য সংগ্রহে কাজে মিথ্যা মামলার সম্মুখীন হন তাহলে তিনি নিজ উদ্যোগে তাকে সার্বিক সহযোগিতার কথা বলেন।
এছাড়াও বক্তব্য দেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ, উত্তরাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
১৫ জুলাই ২০১৩ খ্রিস্টাব্দে এ সংগঠনটির জন্ম হয়। হাঁটিহাঁটি পা করে আজ ১০ বছরে পদার্পণ করছে। অতি অল্পসময়ের মধ্যে সংগঠনটি সাংবাদিক সমাজের মন জয় করে নিয়েছে। শুধু তাই নয় সংগঠনটি সারাদেশে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বিস্তার লাভ করেছে। এতে করে সাংবাদিকদের একটি বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। আমরাই সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ করার কথা বলি।
যেখানেই সাংবাদিক নির্যাতন নিপীড়ন হয় সেখানেই আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি। তাই আসুন কে বড় সাংবাদিক কে ছোট সাংবাদিক তা নির্ণয় না করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এক হয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। মনে রাখতে হবে আমরা সবাই গণমাধ্যমের। তাহলেই ১৪ দফা দাবী বাস্তবায়ন করা সম্ভব হবে।
আলোচনা শেষে বিএমএসএফ এর লগো সম্বলিত ১০ পাউন্ডের বিশাল আকৃতির কেক কাটা হয় এবং রং-বেরঙের আতশবাজি ফোটানো হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.