সাড়া দেশের ন্যায় নওগাঁতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে জনশুমারি ও গৃহ গণনার কাজ

সাড়া দেশের ন্যায় নওগাঁতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে জনশুমারি ও গৃহ গণনার কাজ

ষ্টাফ রিপোর্টার, নওগাঁ : সাড়া দেশের ন্যায় নওগাঁতে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। তথ্য সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালনায় দেশের পথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার কাজে নিয়োজিত কর্মীরা। নওগাঁ জেলার সদর উপজেলার দুবলহাটী, হাপানিয়া শিকারপুরসহ  কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়  বাদামি কোটি পরে কাঁধে ব্যাগ ও হাতে ট্যাব নিয়ে তথ্য সংগ্রহে একবাড়ী থেকে আরেক বাড়ি ছুটছেন তথ্য সংগ্রহকারিরা। তাদের সহযোগিতা, পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক তদারকি করছেন সুপারভাইজার, আইটি সুপারভাইজার ও জোনাল অফিসারসহ জেলার পরিসংখ্যান কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। সদরের দুবলহাটীর ফতেপুর গ্রামে তথ্য সংগ্রহ করছেন এক যুবক পাশে দাঁড়িয়ে একজন নির্দেশনা দিচ্ছেন। তাদের দেখেই বোঝা যায় কয়েকদিন অত্যন্ত পরিশ্রমে পরিশ্রান্ত তারা, তাদের চোখেমুখে অত্যন্ত দৃঢ়তা ও সংকপ্লের ছাপ।  ভাল কাজ ও সঠিক তথ্যই যেন তাদের দেবে তৃপ্তি।  প্রতিবেদক এগিয়ে গেলে কথা হয় তাদের সাথে। জানা যায় তিনি দুবলহাটী ও হাপানিয়া জোন ০৭ এ নিযুক্ত জোনাল অফিসার রেজাউল ইসলাম কারিগরি সহযোগিতায় কাজ করছেন আইটি সুপারভাইজার আশিকুর রহমান।তারা তথ্য সংগ্রহের কাজ পর্যবেক্ষণ ও সহযোগিতা করছেন তথ্য সংগ্রহকারিদের।

সাড়া দেশের ন্যায় নওগাঁতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে জনশুমারি ও গৃহ গণনার কাজ

এ প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে জোনাল অফিসার রেজাউল ইসলাম বলেন, "আমার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকা জোন ৭ এ ১২১ জন গণনাকারী এবং ২১ জন সুপারভাইজার আছেন। আমি সার্বক্ষণিক তাদের কাজের তদারকি করছি, তাদের কাছ থেকে ভালো কাজ আদায় করেনিতে তাদেরকে সার্বক্ষনিক সহায়তা করছি।" 

দুবলহাটী ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়াডের ইউপি সদস্য মো: উজ্জ্বল হোসেন বলেন, তথ্য সংগ্রহকারিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। আমরা দুবলহাটী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার চেষ্টা করছি। এখানে নিযুক্ত জোনাল অফিসার রেজাউল ইসলাম সার্বক্ষণিক মাঠে কর্মীদের খোঁজ খবর, সহায়তা ও উজ্জীবিত করছেন।


প্রসঙ্গত গত ১৫ জুন থেকে দেশব্যাপি শুরু হয়েছে জনশুমারি ও গৃহহনণার কাজ চলবে ২১ জুন পর্যুন্ত। নওগাঁ জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় ৬৮৭৮ জন গনণাকারী ১১৯৮ জন সুপারভাইজার এবং তাদের তদারকির জন্য ৭২ জন জোনাল অফিসার কাজ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget