রবীন্দ্র জন্ম জয়ন্তীতে নওগাঁর রবীন্দ্র কুঠিবাড়ি সেজেছে নতুন রুপে


রবীন্দ্র জন্ম জয়ন্তীতে নওগাঁর রবীন্দ্র কুঠিবাড়ি সেজেছে নতুন রুপে

 আজকের দেশ সংবাদ ডেস্ক : ‘যখন পড়বে না মোড় পায়ের চিহ্ন এই বাটে/আমি বাইব না, আমি বাইবনা মোর খেয়া তরী এই ঘটে গো।’ বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের এই গান যেন তারই অনুপস্থিতি জানান দিচ্ছে আমাদের প্রতিনিয়ত। তার খেয়াতরী এই ঘাটে থাক বা না থাক তবুও রবীন্দ্র প্রেমীরা পতিসরে যেন তারই কন্ঠ আজও অনুভব করতে পারে। কেননা তার সব কির্তিই মানুষের মনে জায়গা করে নিয়েছে অনেকটাই গভীরে। নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে কালীগ্রাম পরগনার নিজস্ব জমিদারী পতিসরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়ি। আজ ২৫ বৈশাখ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মোৎসব উপলক্ষ্যে নতুন রূপে সাজানো হয়েছে কাছারী বাড়ির ভেতর ও বাহিরের প্রতিটি কোণ। সেজে উঠেছে দেবেন্দ্র মঞ্চও।

কবির জন্মো উৎসবকে ঘিরে এখানে নেমেছে রবীন্দ্র ভক্তদের ঢল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, পতিসর কাচারিবাড়িতে রবীন্দ্রনাথ তার জমিদারি চালাতে এসে মানবসেবার কাজ করেছেন এবং স্বাধীনতার চেতনাও তিনি জাগিয়েছেন। যার কারণে বঙ্গবন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথের স্বদেশ প্রেমের যোগসূত্র রয়েছে। তার গাওয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি বাঙালিরা তা গ্রহণ করেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবন ও স্মৃতি নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলাও।

কবি প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালের ১৩ জুন। শেষ বিদায় নিয়েছিলেন ১৯৩৭ সালের ২৭ জুলাই। কবি বহুবার নদী পথে বজড়ায় চড়ে এসেছেন তার নিজস্ব জমিদারী কালিগ্রাম পরগনার এই পতিসর কাছারী বাড়িতে।

এই পতিসরে বসে কবি রচনা করেছেন কাব্য নাটিকা, বিদায় অভিশাপ, গোরা ও ঘরে বাহিরে। ছোট গল্পের মধ্যে রয়েছে প্রতিহিংসা, ঠাকুরদা ও ভারতবাসী প্রবন্ধ। এছাড়া তুমি সন্ধ্যার মেঘমালা/ তুমি আমার নিভৃত সাধনা, বধূ মিছে রাগ করোনাসহ অনেক কালজয়ী গান কবি এখানেই লিখেছিলেন।

দুই বিঘা জমি, আমাদের ছোট নদী চলে বাকে বাকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ের মতো অসংখ্য কবিতা তৈরি করেছিলেন মাটি ও মানুষের জন্য। তিনি বিভেদমুক্ত, অসাম্প্রদায়িক দেশ ও জাতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন।

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে দেবেন্দ্র মঞ্চে কবির কৃতকর্ম নিয়ে এক আলোচনা সভা হয়। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএমসহ আরও অনেকে।

 

তৌফিক তাপস

  নওগাঁ

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget