আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁয় ১৪ বিজিবি পত্মীতলা ব্যাটালিয়নের আয়োজনে সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন।
বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ১৪ বিজিবি। নওগাঁর পত্মীতলা, ধামইরহাট ও সাপাহার উপজেলার সীমান্তে বাস্তচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের ভারত যেন পুশ-ইন করাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রতিরোধ, সীমান্ত অপরাধ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদক সেবনের কুফল বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে নওগাঁর উত্তর সীমান্তে ৮৭ কিলোমিটার বিস্তৃত বিজিবির কর্ম এলাকা সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন সহকারী পরিচালক সেলিম রেজা। সীমান্তে রোহিঙ্গা পুশ-ইন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং মাদক সেবনের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপ-অধিনায়ক মেজর আরিফ।
নওগাঁ সদর, ধামইরহাট, পত্মীতলা ও সাপাহার উপজেলার প্রায় ৫০ জন সাংবাদিক উন্মুক্ত মতবিনিয়ম সভায় অংশগ্রহণ করেন।
বিজিবির সার্বিক কর্মকান্ড ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সম্পাদক আজাদ হোসেন মুরাদ। এছারাও উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি উত্তাল মাহমুদ, দৈনিক আজকের দপর্ণ পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, নগর টিভির জেলা প্রতিনিধি তৌফিক আহম্মেদ প্রমুখ।
সভা শেষে সাংবাদিকদের উপহার সামগ্রী তুলে দেন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন।
একটি মন্তব্য পোস্ট করুন