ষ্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁয় ০৮ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাত (২৪ মে দিবাগত রাত) ১০ টার দিকে র্যাব- ৫, সিপিসি- ৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে জেলার সদর থানাধীন হাপানিয়া বাজার এলাকা হতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের কাজে ব্যাবহৃত ৭টি সিপিইউ, ১২টি হার্ড ডিস্ক, ৭টি মনিটর, ৭টি মাউস, ৭টি কি বোর্ড এবং ৭ টি বিভিন্ন ক্যাবল সহ হাতেনাতে ৮ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন জেলার সদর থানার মোহনপুর গ্রামের মোঃ মোকলেস আলীর ছেলে মোঃ সাঈদ আলী(৪০), একডালা গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ রুস্তম আলী(৩৩),মোঃ আঃ রাজ্জাকের ছেলে মোঃ নাসির উদ্দিন (২৮) আবাদপুর গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ লিটন আলী (২৫), বাচারী গ্রামের মোঃ জিল্লুর কাজীর ছেলে মোঃ রনি হোসেন (২০) কুতুবপুর গ্রামের মোঃ সজল আলীর ছেলে মোঃ সুমন আলী (৩০) ও জেলার মহাদেবপুর থানার গোয়ানবাড়ী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ নাজমুল হক(২৫), গোয়াল বাড়ী গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সুলতান হোসেন (২৪)।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল এবং এলাকায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে যুব-কিশোরদের নৈতিক অবক্ষয় করে আসছিলেন।
আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন। সমাজের নৈতিক অবক্ষয় রোধে আমাদের এ অভিজান অব্যহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.