আজকের দেশসংবাদ ডেস্ক : নওগাঁয় শুরু হয়েছে দুই দিন ব্যাপী শিশু মেলা। ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করেন। বুধবার (১৮ মে) সকালে জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার মাসুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লুতফর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ অনেকে। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন