ষ্টাফ রিপোটার নওগাঁ : সঞ্চয় অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার প্রতিক এই শ্লোাগানকে সামনে নিয়ে নওগাঁয় সঞ্চয় অভিযান সপ্তাহ ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অটিষ্টিকদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় ব্যুরো অধিদপ্তরের উপ-পরিচালক নাজমা আকতার। আশার আলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনের সভাপতিত্ব এ সময় জাতীয় সঞ্চয় ব্যুরো নওগাঁর সহকারি-পরিচালক আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সঞ্চয় ব্যুরো অফিসে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, জনসচেতনতা সৃষ্টিসহ সঞ্চয় বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন