নাজমুল হক নাহিদ, আত্রাই : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহসিন আলী (৪৫) কে গ্রপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন আলী উপজেলার খঞ্জর গ্রামের মৃত ছোলাইমান আলীর ছেলে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মহসিন বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে মহসিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তার মহসিনের বিরুদ্ধে দায়েরকৃত একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত গত মাসে ছয় মাসের সাজা প্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিলো।
একটি মন্তব্য পোস্ট করুন