কিশোরগঞ্জের তাড়াইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

কিশোরগঞ্জের তাড়াইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

আল-মামুন খান,তাড়াইল : কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪শে মে/২০২২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ১৭) ফাইনাল খেলা তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় তাড়াইল সাচাইল ইউনিয়ন বনাম ধলা ইউনিয়ন অংশ গ্রহণ করে।


উক্ত খেলায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন,সহকারী কমিশনার ভূমি মনোনীতা দাস,তাড়াইল থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার,তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ,ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক,দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব ও তাড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীয়া শিক্ষক মোঃ সজল প্রমুখ।
জানা যায় গত ১৪-০৫-২০২২ইং তারিখে তাড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রতিধন্ধিতা করে তাড়াইল সাচাইল ইউনিয়ন বনাম ধলা ইউনিয়ন। উভয় দলের খেলোয়ারগণ দর্শকদের একটি সুন্দর খেলা উপহার দেন।

উক্ত খেলায় ধারা ভাষ্যকারে ছিলেন নয়ন চন্দ্র দে। হারুনুর রশিদ ও আল-আমিনের সহযোগিতায় বিপেল হাসান রেফারির দায়িত্ব পালন করেন।

নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেগারে। একে একে ১২টি ট্রাইবেগারে এক শুন্য গোলে তাড়াইল সাচাইল সদর ইউনিয়নকে পরাজিত করে ধলা ইউনিয়ন বিজয়ী হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ধলা ইউনিয়নের টিম লিডারের হাতে বিজয়ী ট্রপি তুলে দেন।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget