মিলাদ মূদ্দাচ্ছির, সন্দ্বীপ : উত্তর সন্দ্বীপ কালাপানিয়া ঘাটের উত্তর পশ্চিম দিকের নদীর কিনারের চর থেকে এক অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। আজ (২৫ শে মে) সকাল ৮ টায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী সন্দ্বীপ থানায় ফোন করে সন্দ্বীপ থানায় জানালে সন্দ্বীপ থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে সন্দ্বীপ উপজেলা ১০ শয্যা বিশিষ্ট হসপিটালের লাশের পোস্টমর্টেম সম্পূর্ণ করার জন্য প্রেরণ করা হয়।
এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। সন্দ্বীপ থানায় এস এই কামরুজ্জামান ও এস আই মোফাজ্জল যৌথভাবে জানান। পোস্ট মর্টেম সম্পূর্ন হলে সরকারী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিচয় না পাওয়া অজ্ঞাত লাশ হিসেবে দাফন সম্পূর্ন হবে।
থানায় একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই কামরুজ্জামান।
একটি মন্তব্য পোস্ট করুন