আজকের দেশ সংবাদ ডেস্ক: ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১-৭ মে গণমাধ্যম সপ্তাহ জাতীয় ভাবে পালনের দাবীতে নওগাঁয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে আজ রবিবার বিকালে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশে বিভিন্ন পেশাজীবিদের জন্য নানামুখী সপ্তাহ এবং দিবস রয়েছে যা রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হয়। কিন্তু পক্ষান্তরে সাংবাদিকদের জন্য এরকম কোন কিছুই নেই। এটিকে যুগপোযোগী, শক্তিশালী ও কার্যকর করার জন্য ১ মে থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সারাদেশে গণমাধ্যম সপ্তাহ পালন করে আসছে। অন্যান্য দিবসের ন্যায় গণমাধ্যম সপ্তাহ জাতীয় ভাবে পালনের জন্য প্রধানমন্ত্রীর আশুহস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার পক্ষে স্মারকলিপি প্রদান করেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ কে সাজু।
একটি মন্তব্য পোস্ট করুন