আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর ধামইরহাট থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃতে উপজেলার জগদ্দল গ্রামস্থ জগদ্দল কলেজ গামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হামিদুল ইসলাম (৩৮) কে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
হামিদুল ইসলাম উপজেলার জগদ্দল গ্রামের আব্দুল সামাদ মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে র্যাবের কাছে শিকার করে।
পরে আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
তৌফিক তাপস
নওগাঁ
একটি মন্তব্য পোস্ট করুন