নওগাঁয় মাছের বাজারে প্রতিবেশীর আঘাতে অন্য প্রতিবেশীর মৃত্যু

 

নওগাঁয় মাছের বাজারে প্রতিবেশীর আঘাতে অন্য প্রতিবেশীর মৃত্যু


আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর বদলগাছীতে মাছ কেনাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর আঘাতে আর এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনয়িনের চাকরাইল গ্রামে। নিহত ব্যক্তি চাকরাইল গ্রামের মৃত অবির উদ্দীনের ছেলে ছামসুল হক (৫৮) । এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিবেশী মজনু প্রামানিকের ছেলে শিপন (৪২) পলাতক রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় চাকরাইল বটতলী নামক স্থানে মাছের দাম করাকে কেন্দ্র করে নিহত ছামসুল হক ও শিপনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার এক পর্যায়ে শিপন হোসেন ছামসুলকে তার মেয়েকে জড়িয়ে অশালীন কথাবার্তা বললে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করে। কিছুক্ষণ পর শিপন সজিনার ডাল দিয়ে আঘাত করলে ছামসুল হক অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা তার মাথায় পানি দিলে জ্ঞান না ফেরায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় মামলার প্রস্তুতি চলছে।


এবিষয়ে প্রত্যক্ষদর্শী আলতাব হোসেন, বাবুল চৌধুরী ও বিদ্যুৎ চৌধুরী বলেন, সকালে মোড়ের উপর মাছ কেনাকে কেন্দ্র করে শিপন ও ছামসুলের মধ্যে কথা কাটাকাটির জেরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ছামসুল তার ফেলে যাওয়া মোবাইল ফোন নিতে আসলে শিপন সজিনার ডাল দিয়ে আঘাত করলে ছামসুল সাইকেল নিয়ে রাস্তায় ঢলে পড়ে। তখন আমরা তার মাথায় পানি দিয়ে অজ্ঞান অবস্থায় বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


সত্যতা নিশ্চিত করে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার এ্যাসিসট্যান্ট সার্জন ডাঃ বন্যা বসাক বলনে, ছামসুল হককে আমরা মৃত অবস্থায় পেয়েছি।


এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছামসুলের ডান চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তরে জন্য মরদেহ নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল র্মগে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

আতাউর শাহ্
নওগাঁ 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget