আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর রানীনগর উপজেলার দেউলা গ্রামের রতন সরকার (৪২) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শনিবার দিবাগত মধ্যরাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়। নিহতন রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার মাছের ব্যবসা করতো।
তার দুটি পুকুর আছে। শনিবার দিবাগত রাতে মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ী না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুজতে বের হয়। পরে বাড়ীর অদুরে সুশিশ চন্দ্রের বাড়ীর কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যূ হয়েছে।
পুলিশ আজ রোববার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশিল চন্দ্র নামের এক ব্যক্তিকে আটক করেছে। পূর্ব শত্রæতার জের ধরে বা পারিবারিক দ্ব›েদ্বর জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
তৌফিক তাপস,
নওগাঁ
একটি মন্তব্য পোস্ট করুন