আজকের দেশসংবাদ : মারিওপোলে ইউক্রেনের ১ হাজার ২৬ সেনা তাদের অস্ত্র ফেলে রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কয়েক সপ্তাহ ধরেই রুশ সেনাদের অভিযান অব্যাহত রয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে। বিবিসির খবর বলছে, শহরটি এখন প্রায় রাশিয়ার নিয়ন্ত্রণেই আছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে , এই সেনারা ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের। তাদের মধ্যে ১৬২ জন বড় কর্মকর্তাও আছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ও দোনেৎস্ক রিপাবলিক মিলিশিয়ার কাছে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা স্বেচ্ছায় অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে।
রাশিয়া আরও জানিয়েছে ১৫১ জন আহত ইউক্রেনীয় সেনাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কাউকে আবার মারিওপোল শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।
যদিও এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
তথ্য সূত্র : বিবিসি, আল জাজিরা
একটি মন্তব্য পোস্ট করুন