সরেজমিন গিয়ে জানা যায়, মঙ্গলবার ৮ই মার্চ আউচপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের রক্ষিতপাড়া গ্রামে স্কুল মোড়ে গভীর রাতে চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি চায়ের দোকান ও তিনটি ইলেকট্রনিক দোকানসহ ৫টি দোকান ঘর পুড়ে ভূষ্মিভূত হয়।
হঠাৎ করে এমন আগুনের তীব্রতায় এলাকাবাসী চরম হতভম্ব। আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরিস্থিতি চরম আকার ধারণ করলো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এব্যাপারে স্থানীয় এলাকাবাসীসহ দোকান মালিকের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ করে গভীর রাতে এমন আগুনের সূত্রপাতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সব কয়েকটি দোকান ঘর পুড়ে প্রায় আনুমানিক ১০/১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি সাধিত হওয়ার ফলে দোকান মালিকেরা অসহায় পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, গভীর রাতে হঠাৎ করে এমন অগ্নিপাতের কারণে স্থানীয় দোকানদারের ব্যাপক ক্ষতি হয়েছে যা অপূরণীয়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াঁনোর জন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন