অপহরনকারীদের সাপাহারথানাধীন মধ্য করমুডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে তরিকুল ইসলামের নিজ বাড়িতে আটক রাখে। পরবর্তীতে আসামীগণ মোবাইলের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর নিকট মুক্তিপণ হিসেবে ৪ লক্ষ টাকা দাবী করলে তার স্ত্রী বিউটি বেগম তার ২ বছরের শিশুপুত্র আসাদুল্লাহ সহ অপহরণকারীদের ঠিকানায় গিয়ে অপহরণকারীদের কবলে পড়ে তারাও অপহ্নত হয়।
পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের বড় মেয়ে মোছা. নাইমা আক্তার সোনালী (১৪) এর কাছে পুনরায় ৪ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবী করে। এক পর্যায়ে নাইমা র্যাব ক্যাম্প, সিপিসি-৩, জয়পুরহাটের নিকট মোবাইল ফোনে বিষয়টি কোম্পানী কমান্ডারকে অবহিত করলে কোম্পানী কমান্ডার তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল এর নেতৃত্বে নওগাঁ জেলার সাপাহার থানাধীন মধ্য করমুডাঙ্গা হতে অপহৃত নাদিমুল ইসলাম, বিউটি বেগম, ও তাদের ২ বছরের শিশুপুত্র আসাদুল্লাহকে উদ্ধার করে এবং তরিকুল ইসলাম ও আইয়ুব আলীকে গ্রেফতার করতে সমর্থ হলেও অপর আসামী হাফিজুল ইসলাম আগেই পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সাপাহার থানায় মামলা রুজু করা হয়েছে এবং ভিকটিমত্রয়ীকে জিডি মূলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন