আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী। ভটভটির সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে স্ত্রী বিলকিস বেগম (৪৫) নিহত হয়েছেন। অপরদিকে গুরুতর আহত হয়েছেন বিলকিসের স্বামী ওই মোটরসাইকেলের চালক মো. জনাব আলী (৫০)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মহাদেবপুর-ছাতড়া রাস্তার কাঞ্চন ব্রাকের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এ দুর্ঘটনায় নিহতের স্বামী মো. জনাব আলীকে (৫০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
থানা সূত্রে জানা গেছে, তারা দু’জন মোটরসাইকেলযোগে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মহাদেবপুর-ছাতড়া রাস্তার কাঞ্চন ব্রাকের মোড়ে আসলে মোটরসাইকেলের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ভটভটির বডির নিচে চলে যায় এবং মোটরসাইকেল থেকে তারা স্বামী-স্ত্রী সিটকে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিলকিস বেগমকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্ট : এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ।
একটি মন্তব্য পোস্ট করুন