আজকের দেশ সংবাদ ডেস্ক : ঝালকাঠি সদর উপজেলাধীন কল্যানকাঠি আবাসনে অগ্নিকান্ডে ১টি ব্রাকের ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে নিস্ব হয়ে গেছে আবাসনে বসবাসরত এ দরিদ্র অসহায় পরিবারগুলো। ২০ মার্চ রোববার দুপুর আনুমানিক ১২টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার সময় কল্যানকাঠি আবাসনের ১ নং ব্রাকের একটি ঘর থেকে আগুনের ধোয়া উড়তে দেখে স্থানীয়রা আগুন আগুন বলে চিৎকার করলে আসেপাশ থেকে লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করলে বৈদ্যুতিক সংযোগ থাকায় প্রাথমিক অবস্থায় স্থানীয়রা আগুন নেভানোর বিষয় আতংক গ্রস্থ থাকলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ার সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টায় ঝাপিয়ে পড়লেও ততক্ষনে মুহূর্তের মধ্যে পুরো ব্রাকটিতেই আগুন ধরে আগুনের লেলিহান শিখায় ১০টি ঘরের আসবাব পত্র সহ মালামাল পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে আগুন লাগার বিষয়টি বরিশাল ফায়ার সার্ভিস জানতে পেরে তাদের ২টি ইউনিট ঘটনা স্থানে ছুটে আসে। মোট ৪টি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষনে ওই ব্র্যাকের ১০টি ঘরের মালামালসহ ঘরগুলো পুড়ে যায়।
আবাসনের ব্রাকটির ১০টি কক্ষের মধ্যে ৫টি পরিবার বসবাস করতো। বসবাসকারীরা হলেন, আকলিমা বেগম, আদম আলী, মনির হোসেন, জুয়েল ও তাসলিমা বেগম। ক্ষতিগ্রস্থরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে জীবিকার তাগিদে কাজের সন্ধ্যানে বেড়িয়ে পড়েন তারা। বিকেলে বা সন্ধ্যায় ঘরে ফিরেন। কিন্তু আগুন লাগার খবরে ছুটে এসে দেখেন, তাদের শেষ আশ্রয় স্থালটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। সঞ্চিত সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। অনেক জমানো টাকা, ধান ও মূল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১২ লক্ষাধিক টাকার মালামালসহ ঘরগুলো পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হলেও ক্ষতিগ্রস্থদের দাবি ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। নিস্ব এ পরিবারগুলো খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন।
এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিসের সাব অফিসার সালাউদ্দিন মিয়া জানান, ঘর সংলগ্ন পেছনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার সময় ওই ব্যাকের ১০টি ঘরে কেহই ছিল না, ঘরগুলো তালাবদ্ধ ছিল। ঘরের লোকজন জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে ছিল । আগুন নিভাতে ঘরের তালা কেটে ভিতরে ঢুকতে হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।
এ বিষয় ঝালকাঠি সদর ইউএনও সাবিকুন নাহার জানান, আগুনের বিষয়টি জানার পর আমি ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন করেছি ক্ষতি গ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে বরেন, ব্রাকটির প্রত্যেকটি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে বসবাসকারীরা যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে বলেও জানান।
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি
একটি মন্তব্য পোস্ট করুন