ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে না পাড়ায় গভীররাতে নবগ্রাম বাজারে অগ্নীকান্ডে একাধিক দোকান ভূমিভূত

ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে না পাড়ায় গভীররাতে নবগ্রাম বাজারে অগ্নীকান্ডে একাধিক দোকান ভূমিভূত
 আজকের দেশ সংবাদ ডেস্ক : ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম বাজারে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে না পাড়ায় বিকল্প পথে অগ্নিকান্ডের স্থানে আসতে বিলম্ব হওয়ায় একাধিক দোকান পুড়ে ভূমিভূত হয়। শুক্রবার ১৮মার্চ দিবাগত রাত আনুমানিক সোয়া ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় বাজারের নৈশ প্রহরি চিকিৎকার করে এবং কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে মাইকিং করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে আগ্নিকান্ড শুরুর আনুমানিক আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌছে দীর্ঘ আনুমানিক ২ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। 


এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  এর উপ-পরিচালক  ফিরোজ কুতবীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় আমরা আগুন লাগার বিষয়টি জানতে পেরে সাথে সাথে নবগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। আমরা ঘটনা স্থলে পৌছাতে নবগ্রাম বাজারের ঢোকার সড়কটি থেকে আমাদের গাড়ী নিয়ে তাৎক্ষনাৎ ঢোকা সম্ভব হয়নি।পরে স্থানীয়দের সহযোগীতায় বিকল্প রাস্তা দিয়ে ঢুকতে একটু বিলম্ব হলেও ঘটনা স্থলে পৌছাতে সক্ষম হই। একই সাথে দীর্ঘ আনুমানিক প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত হতে পারে জানতে চাইলে তিনি জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লরাগতে পারে। আর ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ৯ লক্ষ ৫০ হাজার টাকা ধারনা করছি।


এ বিষয় নবগ্রামের স্থানীয়দের মাধ্যমে জানাযায়, রাত আনুমানিক একটা বিশ মিনিটের সময় মাইকে বাজার আগুন লাগার কথা শুনতে পেরে সাথে সাথে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানাই। পরে ফায়ার সার্ভিসের এক কর্মীকে ফোনে জানাই একই সাথে দৌড়ে ঘটনা স্থানে ছুটে যাই। সেখানে আগুন নিভানোর কাছে লেগে পরি। আগুন লরাগার প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের গাড়ী আসলেও ততক্ষনে ৫টি দোকানপুড়ে গেছে যার মধ্যে ইমাম মাঝির মুদি দোকান,সাইদুল ইসলামের মুদি দোকান,বাদশার মুদি দোকান, মনির হোসেনর একটি হোটেল সহ সঞ্জিব হালদারের টেইলার্সেও দোকান মোট ৫টি দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমানের কথা জিজ্ঞেসা করলে জানাযায় আনুমানিক ২০ লক্ষাধিক টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারনা করছেন।


এ বিষয় বাজারের একজন ব্যবসায়ী জানান, নবগ্রাম বাজার তথা হাট পুরনো একটি ঐতিহ্যবাহী হাট যার পূর্বের নাম ছিল শিবগঞ্জ হাট। বাজারে প্রবেশের সড়কটি নবগ্রাম ব্রিজের ঢালেে পাশ দিয়ে হওয়ায় রাস্তার একপাশে ব্রিজের ঢালে থাকা গাইড ওয়াল ও আপরদিকে নবগ্রাম মডেল হাইস্কুলের ভবন থাকায় রাস্তাটি ছোট হওয়ায় সেখান থেকে এ্যাম্বুলেন্স বা ফায়ারের গাড়ী ঢুকতে পারেনা। কয়েক বছর আগে বাজারের একটি স্বর্নের দোকানে আগুন লাগলে তখনও ফায়ারের গাড়ী ঢুকতে পারেনি। এ বিষয় পূর্বের জেলা প্রশাসক  হামিদুল হক স্যারকে জানানো হলে তিনি একদিন বাজার পরিদর্শন করে রাস্তা থেকে যেন গাড়ী চলাচল করতে পারে সে ব্যবস্থা গ্রহনের আশ্বাষ দিলেও আজও পর্যন্ত কার্যকর হয়নি। বাজারে ব্যবসায়ীরা আরো জানান, বাজারের ভিতরে যেন এ্যাম্বুলেন্স সহ ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারে সে জন্য জেলা প্রশাসকের নিকট জোর দাবী জানাচ্ছি।


রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget