নওগাঁর রাণীনগরে হোরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

নওগাঁর রাণীনগরে হোরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে হোরোইন ও ইয়াবাসহ শামীম হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নগরব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামীম হোসেন উপজেলার চকাদিন উত্তরপাড়া গ্রামের মৃত আবুল কালাম কাদেরের ছেলে।


রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার নগরব্রিজ এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারি শামীম হোসেনকে আটক করে পুলিশ। এ সময় শামীমের কাছ থেকে ২ গ্রাম হোরোইন ও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 
ওসি জানান, আটক শামীম হোসেনের বিরুদ্ধে মোট ৪ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget