নওগাঁ জেলা পুলিশে আজ থেকে সংযুক্ত হলো অত্যাধুনিক বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট

 

নওগাঁ জেলা পুলিশে আজ থেকে সংযুক্ত হলো অত্যাধুনিক বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট

আজকের দেশ সংবাদ ডেস্ক : পুলিশের মানের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতি পাদ্য সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর উদ্যোগে জেলা পুলিশ নওগায়ঁ আজ থেকে সংযুক্ত হলো অত্যাধুনিক বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট এর ব্যবহার। 

শনিবার দুপুর ১২টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এটির উদ্বোধন করেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

নওগাঁ জেলা পুলিশে আজ থেকে সংযুক্ত হলো অত্যাধুনিক বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট

প্রাথমিক পর্যায়ে জেলার ৫০ জন সদস্যের মাঝে বডিওর্ন ক্যামেরা ও পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল ব্যাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়্যারলেস সম্বলিত অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট প্রদান করেন। 

পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানান, এখন থেকে দ্বয়িত্বরত পুলিশ সার্জেন্ট এবং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের শরিরে বডিওর্ন ক্যামেরা সংযুক্ত থাকবে যা স্বয়ক্রিয়ভাবে তার সামনে ঘটে যাওয়া পুরা ঘটনা রেকর্ড করবে, যা মুছে ফেলার কোন সুযোগ নেই। এমনকি তা সরাসরি পুলিশ কন্টোলরুম থেকে পর্যবেক্ষন করা যাবে। ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে এবং এ টেকটিক্যাল বেল্ট ব্যাবহারের ফলে পুলিশের দুইহাত সম্পুর্ন খালি থাকবে এতে পুলিশের কাজের গতি আসবে এবং মনোবলও বাড়বে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, সাবিনা ইয়াসমিন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ জুয়েলসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা। পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদ, কালিমী মোস্তফা বাবু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদ সালাউদ্দীন খান টিপু উপস্থিত ছিলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর নওগাঁ জেলা সভাপতি ও বিজয় টিভি, ভোড়ের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মোফাজ্জল হোসেন, চ্যানেল আই এর নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।


রিপোর্ট : তৌাফক তাপস

               নওগাঁ

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget