আজকের দেশ সংবাদ ডেস্ক : বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর খাদ্যের অভাব নেই। সরকার এখন পুষ্টির দিকে নজর দিয়েছে। সেইদিক বিবেচনায় বিশেষকরে দুগ্ধ ও মাংশ উৎপাদনকারী খামারের প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে।
আজ বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রানী প্রদর্শনী মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মন্ত্রী বলেন, এখন সময় এসেছে দুধ ও মাংশ বিদেশে রপ্তানী করার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। দুধ ও মাংশের রপ্তানী নিশ্চিত করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্যন করা সম্ভব হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখের উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ইয়ামিন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন । পরে মন্ত্রী মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
রিপোর্ট : তৌফিক তাপস,
নওগাঁ
একটি মন্তব্য পোস্ট করুন