নওগাঁয় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নওগাঁয় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী নিহত
তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সাইকেল আরোহী বাবুল হোসেন (৩৮) নিহত হয়েছেন। নওগাঁ- রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নীলকুঠি মোড়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে।

বাবুল হোসেন মান্দা উপজেলার প্রসাদপুর ইউপির মটগাড়ি গ্রামের ওমর আলীর ছেলে।
প্রসাদপুর ইউপি'র চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল জানান, সকালে বাবুল হোসেন তার নিজ গ্রামের বাড়ি থেকে সাইকেল যোগে সতিরহাট বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭ টার দিকে নীলকুঠি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিঁটকে মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, সংবাদ পেয়ে ভটভটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হলেও ভটভটির চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার কোন মামলা না করায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।          


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget