ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত


ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : অবহেলিত কন্যা সন্তানের পাশে দাঁড়িয়ে তার মূল্যায়ন বাড়ানো, নারী শিক্ষার প্রসার, নারী স্বাস্থ্য, দারিদ্র ও নারীদের সমাজে মাথা উচু করে বাঁচার লক্ষ নিয়ে ডটার্স ফাউন্ডেশনের পথ চলা শুরু। 

ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এর রামজীবনপুরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকায় হলেও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস আলী তার নিজ জন্মভূমি নওগাঁ থেকে এর যাত্রা শুরু করেন।
ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিতডটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস আলীর সভাপতিত্বে নওগাঁ জেলা সমবায় কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এই ফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এই ফাউন্ডেশনে ধনি গরীবের কোন ভেদাভেদ নাই, নেই কোন অর্থ লেনদেন, রাজনীতি-দূঃশাসন, আছে পুরুষের ন্যায় নারীদের সমাজে প্রতিষ্ঠা করা, কন্যা সন্তান জন্মদানকারী মা কে ঘৃনা না করে সম্মানে ভূষিত করা। কন্যা সন্তান সমাজের বোঝা নয়, কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে তারা দেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারে, কন্যা সন্তানও হতে পারে বাবা মায়ের শেষ বয়সের অবলম্বন। দেশী-বিদেশী সাহায্য/অনুদান গ্রহন করা ও সঠিক ভাবে তা বন্টন করা, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে অয়ের উৎস আহরণ বৃদ্ধি করার মাধ্যমে গ্রাম্য নারীদের স্বাবলম্বী করে ও তাদের কন্যা সন্তানদের দক্ষ জনশক্তিরুপে গড়ে তোলায় এর অন্যতম লক্ষ।

ডটার্স ফাউন্ডেশনের ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাব্বীউল্লাহ মানিক, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফেলাতুন নেছা, পূর্ব মান্দা কলেজ এর অধ্যক্ষ ও উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান সহ প্রায় ৫ শত সদস্য কন্যা সন্তানের মা উপস্থিত ছিলেন ।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget