মাতাল অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্যকে ফেরত

 

মাতাল অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্যকে ফেরত

AvR‡Ki †`k msev` ‡W¯‹ : নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপান অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেওয়ায় হয়েছে। আজ রবিবার দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার করতে থাকেন। এ সময় কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল এসএম নাদিম আরেফিন জানান, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর ভারতীয় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের সাথে যোগাযোগ করা হয়।

লে: কর্ণেল এসএম নাদিম আরেফিন আরো বলেন, রবিবার দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সিমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটলিয়নের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমার হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের কর্ণেল গুলজার যাদব উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget