তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্মীতলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোলযোগ ও সহিংসতায় স্থগিতহওয়া ৪ ইউপির ৫টি কেন্দ্রের ভোট গ্রহন শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ১৯ জন প্রার্থী।
স্থগিত হওয়া ৫টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এরমধ্যে পত্মীতলা ইউনিয়নে ইভিএম ও বাকি চার কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলো হল, পত্মীতলা ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি ও ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবরপুর ইউনিয়নের মান্দাইন উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষকরতে ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই কেন্দ্র মিলে একজন এ্যাডিশনাল এসপি, স্ট্রাইকিং ফোর্সসহ মোবাইল টিমের টহল জোরদার করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন