নওগাঁয় দাবী আদায়ে রাস্তায় স্বাশিপ

 

নওগাঁয় দাবী আদায়ে রাস্তায় স্বাশিপ
আজকের দেশ সংবাদ ডেস্ক :  নওগাঁয় মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষনা এবং আসন্ন ঈদের পূর্বেই পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৮দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে স্বাশিপ।

 মঙ্গলবার সকাল ১১টায় শহরের মুক্তিরমোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নওগাঁ জেলা শাখা। 

মানববন্ধনে স্বাশিপের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সঞ্চালনায় ঘন্টাকালব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার ১১টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 

এসময় মানববন্ধনে শিক্ষকরা বলেন একই দেশের শিক্ষা ব্যবস্থায় দুই নীতি চলতে পারে না। সকল শিক্ষা ব্যবস্থাকে এক ধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। তা না হলে আগামীতে দেশের শিক্ষক সমাজ আরো কঠোর আন্দোলনে নামবে বলে হুশিয়ারী প্রদান করা হয়। মানববন্ধন শেষে স্বাশিপের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


রিপোর্ট : তৌফিক তাপস,
        নওগাঁ

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget