মো. সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে একটি দেশীয় ওয়ান শুর্টার গান পিস্তল ও ১ রাউন্ড এ্যামুনেশনসহ মো. ইসরাফিল হোসেন (৪০) নামে একজন কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
রোববার দুপুরে যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে অস্ত্র উদ্ধারসহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ইসরাফিল বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
যশোর র্যাব- ৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রের একটি চালান আসছে। এমন সংবাদে বেনাপোল ৮নং ছোটআঁচড়া ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুর্টার গান পিস্তল ও এক রাউন্ড এ্যামুনেশনসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.