মাদাগাস্কারে ঘূর্ণিঝড় মৃতের সংখ্যা বেড়ে ৯২

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় মৃতের সংখ্যা বেড়ে ৯২

আন্তর্জাতিক নিউজ : মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে দ্বীপ দেশটির ৯১ হাজার মানুষের বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদাগাস্কারের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন সংস্থা বুধবার জানিয়েছে, মাদাগাস্কারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইকোঙ্গো জেলায় মারা গেছে ৬০ জন। ইকোঙ্গোর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে সংস্থাটি।

গত শনিবার রাতে ঘূর্ণিঝড় বাতসিরাই ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বাতাগের বেগ ও প্রবল বৃষ্টি নিয়ে মাদাগাস্কারের পূর্ব উপকূলে আছড়ে পড়ে।

 
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে দ্বীপ দেশটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় আনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

সূত্র : গার্ডিয়ান

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget