আজকের দেশ সংবাদ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে গ্রাহকদের প্রতি ভালোবাসা জানিয়ে সোমবার বিকেলে শহরের জেলা প্রশাসক অফিস চত্তর এলাকায় সোনালী ব্যাংক নওগাঁ শাখার উপহার সোনালী ব্যাংক বুথ এর উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করতে ও ব্যাংকিং লেনদেনের সহায়তায় নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান পিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বুথ উদ্বোধন করেন।
তিনি বলেন, এটিএম বুথ একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে আগে ব্যাংকে টাকা তুলতে চকেবই নিয়ে লাইনে দাঁড়াতে হতো অফিস আওয়ারের পরে টাকা তোলা যেতনা এখন এটিএম বুথের মাধ্যমে সহজেই সে সমস্যার সমাধান হয়েগেছে।
বিশেষ অতিথির বক্তব্যে সোনালী জেনারেল ম্যানেজারস অফিস রাজশাহী এর জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা: জাহীদ বলেন নওগাঁতে সোনালী ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন হলো আমরা পর্যায়ক্রমে দু/এক মাসের মধ্যেই সকল উপজেলায় এটিএম বুথ চালু করতে পারবো এবং এটিএম সেবার মান বৃদ্ধি করবো।
সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আশরাফুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের নওগাঁ শাখার এজিএম মো:হাফিজার রহমান পাং, প্রিন্সিপাল অফিসার জবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মাদ ইব্রাহিম,ডিডিএলজি উত্তম কুমার রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন সহ সোনালী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।
রিপোর্ট : তৌফিক তাপস
নওগাঁ
একটি মন্তব্য পোস্ট করুন