নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সাথে জেলার গণযোগাযোগ ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহীম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সভাপতি ইনডিপেনডেন্ট টিভি জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি এম আর রকি, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমূখ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য, নানাবিধ সমস্যা ও তার সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন