তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ সদর উপজেলাধীন দুবলহাটি ইউনিয়নের বালিয়া গাড়ি গ্রামের মোঃ আকরাম আলী (৪৫) নওগাঁ শহরের ছোট বোনের বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্ত্রী সাথী বানু ৪২ কে নিয়ে নিজ বাড়ি ফেরার পথে যমুনী নামক স্থানে পৌঁছালে ৪জন হেলমেট পরিহিত দুর্বৃত্তদের কবলে পরে।
গতকাল ১৬ জানুয়ারী রোজ রবিবার আনুমানিক রাত্রী সাড়ে ৮ ঘটিকার সময় ৪জন হেলমেট পরিহীত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা করে, মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকায় তার কিছু না হলেও তার স্ত্রী সাথী বানু দুর্বৃত্তদের হামলায় সাথে সাথে মৃত্যু হয়।
আহত আকরাম আলীর কাছে জানা যায়, নওগাঁ শহরের বরুনকান্দিতে ছোটবোনের বাসায় খাবার খেয়ে আনুমানিক রাত্রী ৮ ঘটিকার সময়, নিজ বাড়ি যাবার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেয়, যমুনী নামক স্থানে পৌঁছালে ৪জন হেলমেট পরিহিত দুর্বৃত্তরা মোটরসাইকেল দ্বার করানোর চেস্টা করে, দ্বার না করে চলে যাবার চেস্টা করলে, পেছন থেকে লাঠির আঘাত করে, আমার স্ত্রীর মাথায় লেগে মাটিতে পড়ে যায়, আমি হুন্ডা বালেন্স না করতে পেরে রাস্তার পাশে বাঁশ ঝারের দিকে পড়ে গিয়ে চিৎকার শুরু করে জ্ঞান হারিয়ে ফেলি, পড়ে কি ঘটলো আমার জানা নেই।
এলাকার লোকজন এগিয়ে আসে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকার লোকজন আহত আকরাম আলী কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।
নওগাঁ সদর মডেল থানার ওসি(তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, আহত স্বামী আকরাম আলী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, নিহত সাথী বানুর লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন