গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নি:শ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের



গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপি নির্বাচনে ভোট গণনা নিয়ে নির্বাচনী সহিংসতায় মামলায় গ্রেপ্তারকৃত স্বতন্ত্র প্র্রার্থী ফারজানা পারভীনের নি:শ্বর্তে মুক্তি ও তার বাড়িতে অগ্নি সংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ঘন্ট্যাব্যাপী পারভীনের গ্রাম বাড়ি কমলাবাড়ি গ্রামে এই কর্মসূচী পালন করেন গ্রামের নারীরা। 

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে স্বতন্ত্র প্র্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে দেওয়া আগুনে বাড়ির গ্যারেজ, গুদাম ঘর, আসবাবপত্র অন্যান্য মালামাল ও খড়ের পালা ভস্মিভুত হয়েছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় রাত ১ টার দিকে পত্নীতলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। তবে এই অগ্নি কান্ডে কেউ হতাহত হননি। 

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, ঘোষনগর কেন্দ্রে স্বতন্ত্র প্র্রার্থী ফারজানা পারভীন ভোট গণনায় এগিয়ে থাকলে সংশ্লিষ্টরা ফলাফল ঘোষণা না করেই বিরোধী প্রার্থীকে জয়ী করতে থানা পুলিশের যোগসাজশে কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় কেন্দ্রে ভোটের ফলাফলের দাবি জানান। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ জনতার উপর লাঠি চার্জ করে কেন্দ্র ত্যাগ করে। এই সংবাদ পেয়ে কমলাবাড়ির মোড়ে রাস্তা রোধ করে ভোটের ফলাফল ঘোষণা দাবিতে বিক্ষোভ শুরু করেন পারভীনের হাজার হাজার সমর্থকরা। এ সময় পুলিশ নির্বিচার মারপিট ও গুলি বর্ষণ করে। এরপর নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মিথ্যা মামলার কারনে কমলাবাড়ি গ্রাম ও তার পাশ্ববর্তী এলাকার মানুষের মধ্যে গ্রেপ্তার আতংকে ওই এলাকা এখন পুরুষশুন্য হয়ে পড়েছে। ফলে এলাকার নারীদের এখন নিরাপত্তা নিয়ে আতংকিত অবস্থায় থাকতে হচ্ছে। এই সুযোগে বিরোধী চেয়ারম্যানের প্রার্থীর লোকজন রাতের অন্ধ্যকারে শুক্রবার রাতে ফারজানা পারভীনের বাড়িতে টিনের শেডে পেট্রোল দিয়ে আগুন ধরে দেয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পত্নীতলা ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিসে তৎপরতায় তার বাড়ি-ঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের
কমলাবাড়ি গ্রামের গৃহবধু মাহমুদা খাতুনসহ অন্য নারীরা বলেন, আড়াইহাজার মানুষকে আসামী করে মামলার কারনে নির্বাচনের রাত থেকে কমলাবাড়ি গ্রামসহ আশে পাশের গ্রাম এখন পুরুষ শুন্য। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতার মাঝে তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে থাকতে হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী ফলাফল পুলিশের সহযোগিতায় পাল্টে দেয়ার অপচেষ্টার কারনে এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের মুক্তির দাবি করেন তিনি।

একই গ্রামের মমতাজ হোসেন বলেন, চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বাড়িতে প্রতিপক্ষরা আগুন দিয়েছে। পুলিশের মামলার কারনে আমারমত গ্রামের সব পুরুষকে পালিয়ে থাকতে হচ্ছে। ফলে গ্রামের নারীরা রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়।

পত্নীতলা ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার রাইহান ইসলাম শিহাব জানান, রাত সাড়ে ১১ টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তবে কিভাবে আগুন লেগেছে সে সর্ম্পকে তিনি কিছু জানাতে পারেননি। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পত্নীতলা থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা অগ্নিকান্ডের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা ও ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না করেই কেন্দ্র ত্যাগ করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রগুলোর আশপাশে থাকা কয়েক হাজার মানুষ পুলিশ, আনসার ও ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পথ রোধ করে। ঘটনার সময় ভোটের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল গণি ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শামছুল আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘোষনগর থেকে তাদেরকে উদ্ধার করতে যান। উত্তেজিত জনতা ঘোষনগর কেন্দ্রের কাছে কমলাবাড়ির মোড়ে একটি পুলিশ পিকআপ ও রিকুইজিশন করা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান থেকে ২৮ রাউন্ড গুলি ছোঁড়ে।

গ্রেপ্তারকৃত চেয়ারম্যান প্রার্থী ফারজানা নিশ্বর্তে মুক্তি ও বাড়িতে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারীদের
পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার ১১৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনকে প্রধান আসামি করা হয়েছে। তাকে ও তার স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোষনগর কেন্দ্রে ভোট গণনা শেষে ঘোষণা না দিয়ে ব্যালট পেপার নিয়ে উপজেলায় চলতে আসতে শুরু করেন সংশ্লিষ্টরা। কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণার দাবিতে কমলাবাড়ি মোড়ে এ সময় পথ অবরোধ করে চেয়ারম্যান প্রার্থী ফারজানা পারভীনের বিক্ষুব্ধ সমর্থকরা। এ সময় ফারজানা পারভীনের বিক্ষুব্ধ সমর্থকদের সাথে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের গুলিতে শিশু, নারীসহ প্রায় ২০ জন গুলিবিদ্ধসহ আহত হন। এ সময় ওসির একটি গাড়ীসহ দুটি গাড়ী পুড়িয়ে দেওয়া, ভোটের সরঞ্জমাদিসহ অনান্য মালামাল লুট করা হয়। 

অগ্নিকান্ডের এই ঘটনাসহ সাবির্ক বিবেচনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান।





একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget