তৌফিক তাপস, নওগাঁ : সীমান্ত এলাকার মানুষদের জন্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদী পাসপোর্ট ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে এমন একটি প্রস্তাবনা বিএসএফ ও ভারত সরকারে কাছে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ- ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্নীয় দুই পারেই বসবাস করে। ফলে বিভিন্ন পালা উৎসবে এদের যাতায়াত আদিকাল থেকে হয়ে আসছে। এখন সীমানা হওযায় পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অবৈধ অনুপ্রবেশ হয়। এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে। যদি এই স্বল্পমেয়াদী পাসপোর্ট ভিসা চালু করা হয় তাহলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে।
বিজিবি মহাপরিচালক বলেন যারা সৎ উদ্দেশ্য নিয়ে আত্নীয় স্বজন ও বিভিন্ন পালা উৎসবের জন্য ভারতে প্রবেশ করে তারা দিনের বেলায় প্রবেশ করে। ফলে এসব মানুষ কোন বিপদে পরে না। কিন্তু যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রাতের আঁধারে প্রবেশ করে থাকে তারাই বেশি আক্রান্ত হয়। কিন্তু সেই বিষয়টিও যেন না হয় সেই বিষয়ে আমরা সচেতন আছি ও চেষ্টা করছি।
একটি মন্তব্য পোস্ট করুন