মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে ৪৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
রোববার ( ৯ জানুয়ারি) রাতে সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ শাহ আলম এর ছেলে ইমরান হোসেন(১৯), মৃত মঞ্জুরুল ইসলাম এর ছেলে আক্তারুল ইসলাম (২৭) ও মৃত আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম হোসেন (৪০)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের খেয়াঘাট নামক স্থান থেকে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন