তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ একই দিনে একই সময় পৃথক পৃথক কর্মসূচী ঘোষনা করায় সংঘাত এড়াতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচী বানচাল করতে বিএনপি’র পূর্বঘোষিত কর্মসূচীস্থলে ছাত্রলীগ যুবলীগ পাল্টা কর্মসূচী ঘোষনা এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
বিএনপি’র সংবাদ সম্মেলনে সোমবার বেলা সাড়ে ১১টায় এক লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে ২৮ ডিসেম্বর দুপুর ২টায় বিএনপি নেত্রী বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে নওযোয়ান মাঠে এক জনসভার ডাক দেয়। এ ব্যপারে স্থানীয় প্রশাসনের নিকট প্রয়োজনয়ি অনুমতি চেয়ে প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে ঐ দিন একই সময়ে আওয়ামী যুবলীগ বিজয়ের সুবর্নজয়ন্তী পালনের কর্মসূচী গোষনা করে। বিএনপি পরর্তীতে শহরের এটিম মাঠে তাদের কর্মসূচী স্থানান্তর করে ঘোষনা দিলে ছাত্রলীগ সেখানে প্রতিবাদ সমাবেশ নামে আরেক কর্মসূচী ঘোষনা করে। এর ফলে বিএনপি’র কর্মসূচী অনিশ্চিত হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ বলেছেন উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিএনািপ’র কর্মসূচীকে বানচাল করার লক্ষ্যে প্রতিহিংসা চরিতার্থ করতে নির্লজ্জ ফ্যাসিবাদী আচরণের পরিচয় দিয়েছে আওয়ামীলীগ। এটি সরকারের অগনতান্ত্রিক আচরনের বহিঃপ্রকাশ। এটিকে নওগাঁয় আগামীদিনের নওগাঁ’র রাজনীতিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেথ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে বিএনপি পূর্বঘোষিত কর্মসূচী যথাস্থানে শান্তিপূর্নভাবে পালণ করবে। এতে কোন অপ্রীতিকর অনভিপ্রেত উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন দায়ী থাকবে। আইন শৃংখলাজনিত কোন অবনতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি দায়ীত্ব নিবে না।
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় আইন শৃংখলা স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁ সমগ্র পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়েছে। এই আদেশ ২৭ ডিসেম্বর সোমবার বেলা ৩টা থেকে ২৯ ডিসেম্বর বুধবার বেলা ৩টা পর্যন্ত ৪৮ ঘন্টা বলবৎ করা হয়েছে। এ সময় পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ যে কোন কর্মসূচী নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে
একটি মন্তব্য পোস্ট করুন