বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার


বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

তৌফিক তাপস, নওগাঁ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানা থেকে পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাগেছে। 

কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট। স্থানীয় সূত্রে জানা যায়, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরী করা হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কোনায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। 

পরে ফায়ার সার্ভিস ইউনিটে সংবাদ দেওয়া হলে নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি, দুপচাচিয়া থানার সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে কারখানার ভেতর থেকে এখনো উত্তাপ বেরিয়ে আসছে বলে জানা গেছে। 

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, "সকাল থেকেই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে পারছি না। আগুন লাগার পরই শ্রমিকরা বেরিয়ে যায়। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরী করা হতো।" আগুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনগুলোও পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। 

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওগাঁ ইউনিটসহ আশপাশের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এখনো সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কারখানার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত বলা যাচ্ছে না। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তবে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হলে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে। এখন পর্যন্ত পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget